সাংবাদিকতা পেশা ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন দৈনিক সবুজ বাংলাদেশ সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মাসুদ। স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫-এ তাঁকে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়।
মানবাধিকার প্রতিদিনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (৪ অক্টোবর) বিকেল ৫টায় ঢাকার সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচা অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
মোহাম্মদ মাসুদ ১৯৯৬ সালে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। ২০১৫ সালে তাঁর দক্ষ নেতৃত্বে পথচলা শুরু করে দৈনিক সবুজ বাংলাদেশ। প্রতিবেদন তৈরি থেকে শুরু করে সম্পাদনা ও পরিবেশনার মধ্যদিয়ে তিনি নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান। একইসঙ্গে দৈনিক সবুজ বাংলাদেশ হয়ে ওঠে দেশের মানুষের কন্ঠস্বর হিসেবে। এই বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫’-এ বিশেষ সম্মাননায় ভূষিত করা হয় মোহাম্মদ মাসুদকে।
এদিকে এই সম্মাননায় মানবাধিকার প্রতিদিন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান দৈনিক সবুজ বাংলাদেশ সম্পাদক মোহাম্মদ মাসুদ। তিনি বলেন, যিনি সম্মান দেন এবং যিনি সম্মান পান উভয়েই সম্মানিত।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, সাংবাদিকতায় নানা বাধা-বিপত্তির মধ্যেও আমি সত্য প্রকাশে অবিচল ছিলাম। যতদিন বেঁচে থাকব সত্যের সাথেই থাকব, ইনশাআল্লাহ।
আলোকিত চট্টগ্রাম
