পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র কিনতে নতুন নিয়ম চালু করা হয়েছে। এখন থেকে তফসিলি ব্যাংকের শাখা বা ডাকঘর থেকে এ সঞ্চয়পত্র কেনা যাবে না। এটি কেনা যাবে শুধু জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতাধীন জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সঞ্চয় ব্যুরো থেকে।
মঙ্গলবার (১৮ মে) এ সংক্রান্ত আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। আদেশ জারির দিন থেকেই নতুন এ আদেশ কার্যকর হয়েছে।
এখন থেকে কোনো বিনিয়োগকারী যদি পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্র কিনতে চান তাহলে সঞ্চয় অধিদপ্তরের শাখা অফিসে যেতে হবে। বর্তমানে দেশজুড়ে ৭০টির বেশি সঞ্চয় ব্যুরো আছে। একজন বিনিয়োগকারী একক নামে সর্বোচ্চ ৩০ লাখ টাকা এবং যৌথ নামে সর্বোচ্চ ৬০ লাখ টাকার পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্র কিনতে পারবেন।
এদিকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের বাকি তিনটি সঞ্চয়পত্র—পরিবার সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এবং পেনশনার সঞ্চয়পত্র আগের নিয়মে ব্যাংক ও ডাকঘর থেকে কেনা যাবে। সব শ্রেণি -পেশার মানুষ এ সঞ্চয়পত্র কিনতে পারেন।
আলোকিত চট্টগ্রাম