সচেতনতা বাড়াতে সিএমপি কমিশনারের মাস্ক বিতরণ

বৈশ্বিক মহামারী কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতা বাড়াতে পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

শনিবার ( ৭ আগস্ট) সকাল ১১টায় নগরের জিইসি মোড়ে ট্রাফিক বিভাগের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে এ মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সিএমপি কমিশনার

এ সময় তিনি বলেন, করোনামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাস্ক পরিধানসহ শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে সিএমপির পক্ষ থেকে মাস্ক বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিদিন নগরের গুরুত্বপূর্ণ ৮টি পয়েন্টে সিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে মাস্ক ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে। সকলে সচেতন হলে আমরা করোনা যুদ্ধে জয়ী হতে পারব।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) তারেক আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মো. আলী হোসেন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. মোখলেছুর রহমান, তারেক আহমেদ,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মো. রইছ উদ্দিন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) রাশেদুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) ছত্রধর ত্রিপুরা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) মো. শামীম কবির, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) আরাফাতুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মো. সবির উদ্দিন প্রমুখ।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!