সকালে কাজে যাওয়া তরুণ সাঁঝবেলায় লাশ

আনোয়ারা বিদ্যুৎস্পৃষ্টে দেলোয়ার হোসেন (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পরৈকোড়া ইউনিয়নের পাটনীকোটা সুধীর ভট্টাচার্যের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হাইলধর ইউনিয়নের তেকোটা গ্রামের ইয়াকুবের ছেলে। তিনি একজন ট্রাক (ড্যামপার) চালক। উত্তর হাইলধর নানুর বাড়িতে থাকতেন তিনি।

আরও পড়ুন : সাঁঝবেলায় যুবককে চাপা দিয়ে পালিয়ে গেল কাভার্ডভ্যান

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী স্থানীয় ইউপি সদস্য বেলাল হোসেন বলেন, আজ সন্ধ্যায় বালুর গাড়ি থেকে বালু আনলোড করার সময় ড্যামপারের বডি বৈদ্যুতিক তারের সঙ্গে লাড়ে। এসময় বিদ্যুস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দেলোয়ারের। এ ঘটনায় গাড়ি চালক ও হেলপার গুরুতর আহত হন।

নিহত দেলোয়ারের মা রোকেয়া বেগম বলেন, আমার ছেলে আজ সকাল ৬টার দিকে গাড়িতে যাচ্ছে বলে ঘর থেকে বের হয়। সন্ধ্যায় একজন এসে জানায় ছেলে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। আমার একমাত্র ছেলে সে।

এ বিষয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) মামুনুর রশীদ বলেন, ছেলেটাকে মৃত অবস্থায় আনা হয়েছিল। পরে আমরা পুলিশকে খবর দিই।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহম্মদ আলোকিত চট্টগ্রামকে বলেন, আইনানুগ পক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm