স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পৌর মেয়র জমির উদ্দিন পারভেজকে সংবর্ধনা দিয়েছে রাউজান প্রেস ক্লাব।
সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে এ সংবর্ধনা দেওয়া হয়।
রাউজান প্রেস ক্লাব সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও সাবেক সভাপতি প্রদীপ শীলের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান পৌর কাউন্সিলর জানে আলম জনি, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম, অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান, সদস্য শাহাদাত হোসেন সাজ্জাদ, যুবলীগ নেতা সাবের হোসেন, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন, মো. ইকবাল ও মো. ইমন।
আরও পড়ুন : বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল রাউজান প্রেস ক্লাব
মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, আমাকে ক্ষমতার অপব্যবহার করার জন্য পৌরপিতার আসনে বসায়নি জনগণ। জনগণের সেবা, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে মানুষ ভোটের মাধ্যমে আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি শপথ নিয়ে সেই দায়িত্ব পালন করে যাচ্ছি। আগামীতে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে পরিকল্পিত উন্নয়ন দৃশ্যমান হবে। রাউজানের সাংসদের নেতৃত্বে একটি পরিপূর্ণ শহর হবে রাউজান পৌর এলাকা। যেখানে থাকবে সব সুযোগ-সুবিধা।