নিয়ন্ত্রণহীন গাড়ির সংঘর্ষে রক্তাক্ত ৩, মুহূর্তেই বন্ধ লামা—চকরিয়া সড়ক

লামায় নিয়ন্ত্রণহীন দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় লামা-চকরিয়া সড়কের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে গাড়ি দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় লামা-চকরিয়া সড়কের কুমারী সবুজ গেইট এলাকায় থ্রি এক্সেল ট্রাক ও ডাম্পার গাড়ির মধ্যে এই সংঘর্ষের দুর্ঘটনা ঘটে।

এদিকে আহতদের উদ্ধারের পর সেনাবাহিনীর গাড়িতে করে চকরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আহতদের কারো পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন: বাকলিয়ায় ত্রিমুখী সংঘর্ষে রক্তাক্ত ৫

প্রত্যেক্ষদর্শী গ্রাম পুলিশ আলী আকবর জানান, থ্রি এক্সেল বড় ট্রাকটি লামা থেকে চকরিয়া এবং ডাম্পার গাড়িটি চকরিয়া থেকে লামায় যাচ্ছিল। পথে কুমারী সবুজ গেইট এলাকায় গাড়ি দুটি নিয়ন্ত্রণ হারালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ডাম্পার গাড়ির চালক, হেলপার ও এক শ্রমিক গুরুতর আহত হযb। পরে আহতদের উদ্ধার করে সেনাবাহিনীর একটি গাড়িতে করে চকরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

লামার কুমারী পুলিশ ক্যাম্পের আইসি মো. ফোরকান আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে আলোকিত চট্টগ্রামকে বলেন, আহতদের উদ্ধার শেষে চকরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে লামা-চকরিয়া সড়কের গাড়ি চলাচল স্বাভাবিক করা হয়েছে।

ইলিয়াছ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm