চট্টগ্রামে পুকুরে ডুবে শারীরিকভাবে অসুস্থ এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নগরের ষোলশহর মাস্টার কলোনি এলাকার পুকুরে গোসল করার সময় এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম জালাল হোসেন(১৫)। জালাল ওই এলাকার আমীর হোসেনের ছেলে।
নিহতের বাবা আমীর হোসেন বলেন, আমার ছেলে কিছুদিন ধরে শারীরিকবাবে অসুস্থ। এ কারণে মাঝেমধ্যে অজ্ঞান হয়ে যেত। আজ সকালে পুকুরে গোসল করতে গেলে হঠাৎ অজ্ঞান হয়ে ডুবে যায়। খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সে বেঁচে নেই বলে জানায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া জানান, ষোলশহর এলাকায় পানিতে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আনোয়ার/আরবি