শহীদদের শ্রদ্ধা জানাল সিসিটিএ

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম চার্টার্ড ট্যাক্সেস অ্যাসোসিয়েশন (সিসিটিএ)।

বৃহস্পতিবার (১৬) ডি‌সেম্বর) সংগঠনের পক্ষ থেকে নগরের শহীদমিনারে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

আরও পড়ুন : পথচলার ৮ বছর পার করল সিসিটিএ 

সি‌সি‌টিএ’র প্রধান উপদেষ্টা মো. আখতার উদ্দিন নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সংগঠ‌ন সভাপ‌তি নূর আহম্মদ দিদার, সাধারণ সম্পাদক রজত সাহা (র‌‌নি), সহসভাপ‌তি আবসারুল হক, সা‌বেক সভাপ‌তি আ‌নিস ইফ‌তেখার, সিনিয়র সদস‌্য উত্তম দাশ, উজ্জল কা‌ন্তি সেন, ইকবাল হো‌সেন, জর‌জিস আ‌হন্মদ চৌধুরী, নজরুল ইসলাম, মাসুদ আ‌লী, শুভাশীষ দেব, সৌরভ দাশ, বিপন মজুমদার, ম‌হসিন ভূইয়া সৈকত।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm