বুক ব্যথা ও শ্বাসকষ্টে জাকির হোসেন (৩৮) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তা প্রহরীর মৃত্যু হয়েছে।
রোববার (১৪ আগস্ট) রাত পৌনে ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। জাকির হোসেন চবির চারুকলা ইনস্টিটিউটে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: করোনা—৬৫ শতাংশের শরীরে অ্যান্টিবডি, ৫৭ শতাংশের নানা জটিলতা
জাকির হোসেনের ছোট ভাই রায়হান জানান, সন্ধ্যায় ভাইয়ের বুকে ব্যথা ও শ্বাসকষ্ট বেড়ে গেলে প্রাথমিকভাবে চবি মেডিকেল সেন্টারে নিয়ে আসি। সেখানে অক্সিজেন লেবেল কমে তিনি অজ্ঞান হয়ে যান। চিকিৎসকের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়ার পথে ওনার মৃত্যু হয়।
আলোকিত চট্টগ্রাম