আনোয়ারায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা আয়োজনে পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা কৃষি হলরুমে আলোচনা সভার আয়োজন করে আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস)।
এতে সভাপতিত্ব করেন আসাস সভাপতি রূপন দত্ত।
আরও পড়ুন : ১৫ আগস্ট, শোকের দিন
সাধারণ সম্পাদক এনামুল হক নাবিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন অফিস সম্পাদক ইত্তেফাক প্রতিনিধি জাহিদ হাসান হৃদয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক মানবজমিন প্রতিনিধি রিয়াদ হোসেন এবং কার্যকরী কমিটির নির্বাহী সদস্য দেশ বর্তমান প্রতিনিধি নুরুল কবির।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি যুগান্তর প্রতিনিধি রতন কান্তি দাশ, সাংগঠনিক সম্পাদক ইনফো বাংলা প্রতিনিধি ফরহাদুল ইসলাম, অর্থ সম্পাদক আমার সময় প্রতিনিধি জাবেদুল ইসলাম, সমাজসেবা ও পাঠাগার সম্পাদক জনবানী প্রতিনিধি শেখ আব্দুল্লাহ, নির্বাহী সদস্য দৈনিক চট্টগ্রাম প্রতিদিন প্রতিনিধি কাঞ্চন সুশীল এবং ঢাকা প্রতিদিন প্রতিনিধি মো. আরাফাত।
এর আগে সকাল ১০টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন, ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন এবং ওসি সোহেল আহমেদ।
কাঞ্চন/আরবি