শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ—প্রথমে পাবেন যারা

করোনাভাইরাসের বুস্টার ডোজ দেওয়া শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আগামী রোববার (১৯ ডিসেম্বর) অথবা সোমবার থেকে এ কার্যক্রম শুরু হবে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জে এক অনুষ্ঠানে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন : নিবন্ধন ছাড়াই ৮০০ কারাবন্দি পেল করোনার টিকা, জামিনে থাকলেও মিলবে দ্বিতীয় ডোজ

দেশের প্রায় সাত কোটি মানুষকে করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা নিয়েছেন। দুটো ডোজ নিয়েছেন প্রায় সাড়ে চার কোটি মানুষ।

দেশে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে করোনার সংক্রমণ। তবে নতুন ধরন ‘ওমিক্রন‘ কিছু শঙ্কা জাগাচ্ছে বলে জানান বিশেষজ্ঞরা। এরমধ্যে দেশে দুজনের শরীরে এ ধরন পাওয়া গেছে।

যারা প্রথমে পাবেন

করোনার সন্মুখসারির চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্কদের প্রথমে বুস্টার ডোজ দেওয়া হবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!