শুভ জন্মাষ্টমী আজ

শুভ জন্মাষ্টমী আজ (৬ সেপ্টেম্বর)। আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি।

সনাতন ধর্ম অনুসারে, দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ। দ্বাপর যুগের শেষদিকে এই মহাপুণ্য তিথিতে মথুরা নগরে অত্যাচারী রাজা কংসের কারাগারে জন্ম নেন তিনি। শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথিকে ভক্তরা শুভ জন্মাষ্টমী হিসেবে উদ্‌যাপন করে।

এদিকে জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জন্মাষ্টমী উপলক্ষে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন মন্দিরে পূজা, হরিনাম সংকীর্তন ও নামযজ্ঞের আয়োজন করা হয়েছে। এছাড়া সনাতনীর ঘরে ঘরে ভক্তরা উপবাস থেকে শ্রীকৃষ্ণের আরাধনা ও পূজা করবেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm