শুনানি করতে আসেনি আইনজীবী, জেলেই থাকতে হবে চিন্ময় ব্রহ্মচারীকে 

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদনের শুনানি আগামী ২ জানুয়ারি ধার্য করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালত এ আদেশ দেন।

এদিকে আজ নির্ধারিত শুনানির দিনে চিন্ময় ব্রহ্মচারীর পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় পরবর্তী এ শুনানির দিন ধার্য করেন আদালত।

আরও পড়ুন : চিন্ময় ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সংঘর্ষের ঘটনায় ৩ মামলা, আসামি ১৪৭৬

মহানগর দায়রা জজ আদালতের নাজির নেছার আহমেদ জানান, আজ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানির দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের আইনজীবিদের কেউ উপস্থিত না থাকায় আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে আগামী ২ জানুয়ারি পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন।

এদিকে চিন্ময় ব্রহ্মচারীর জামিন শুনানিকে কেন্দ্র করে আজ সকাল থেকেই আদালত প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়৷  আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল সতর্ক অবস্থানে।

প্রসঙ্গত, গত ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা। চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় করা রাষ্ট্রদ্রোহ মামলায় পরদিন মঙ্গলবার সকাল ১১টার দিকে তাঁকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়।

এদিন বেলা সাড়ে ১২টার দিকে জামিন নামঞ্জুর করে তাঁকে আদালতে পাঠানোর নির্দেশ দেন আদালত। এরপর তাঁকে প্রিজন ভ্যানে তোলা হলে শুরু হয় বিক্ষোভ। চিন্ময় ব্রহ্মচারীর অনুসারীরা প্রায় তিন ঘণ্টা গাড়িটি আটকে রাখেন।  একপর্যায়ে দুপুর তিনটার দিকে পুলিশ, বিজিবি লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm