ডিসি রোডের শুক্কুর ম্যানশনে আগুন

নগরের পশ্চিম বাকলিয়া ডিসি রোড এলাকার শুক্কুর ম্যানশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

আরও পড়ুন: পর্যটনকেন্দ্র সাজেকে ভয়াবহ আগুন—মুহূর্তেই পুড়ে ছাই ৪ রিসোর্ট, ২ রেস্টুরেন্ট, বসতবাড়ি

স্থানীয়রা জানান, আজ (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ৩টার দিকে শুক্কুর ম্যানশন থেকে চিৎকারের শব্দ শুনে বাইরে এসে দেখি তৃতীয় তলায় আগুন জ্বলছে। এ সময় প্রথম ও দ্বিতীয় তলার বাসিন্দারা বের হতে পারলেও তৃতীয়-পঞ্চম তলার বাসিন্দারা বাসার ভেতরে আটকে পড়ে। তখন পুরো ভবন ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। ফায়ার সার্ভিস আসার আগেই জানালা ভেঙে কয়েকজনকে বাইরে বের করে নিয়ে আসা হয়। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো.শহিদুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, শুক্কুর ম্যানশনে আগুন লাগার খবর পেয়ে দুটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সেখানে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। ভবনে আটকেপড়া মানুষদের  নিরাপদে বাইরে বের করে নিয়ে আসা হয়েছে।

তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!