রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী তৌহিদ গ্রেপ্তার

রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী তৌহিদুল ইসলাম ওরফে তৌহিদকে অবশেষে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার বিরুদ্ধে হত্যাসহ অর্ধডজন মামলা রয়েছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে রাঙ্গুনিয়ার রানীরহাট এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-৭ এর একটি দল।

তৌহিদ রাঙ্গুনিয়া থানা এলাকার পিয়ার মোহাম্মদ বাড়ির মো. আনোয়ার হোসেন চৌধুরীর ছেলে।

আরও পড়ুন : পাহাড়ে লুকিয়ে ছিল শীর্ষ সন্ত্রাসী টুইন্না, উদ্ধার হলো রাইফেল-কিরিচ-গুলি

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার আলোকিত চট্টগ্রামকে বলেন, রাঙ্গুনিয়া উপজেলার শীর্ষ সন্ত্রাসী, হত্যা মামলাসহ অর্ধডজন মামলার আসামি তৌহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে পলাতক ছিল। সে গতকাল (শুক্রবার) রাতে রানীরহাট এলাকায় অবস্থান করছে— এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় হত্যা, চুরি, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রমসহ ৬টি মামলা রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এএইচ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!