পাহাড়ে লুকিয়ে ছিল শীর্ষ সন্ত্রাসী টুইন্না, উদ্ধার হলো রাইফেল-কিরিচ-গুলি

কক্সবাজা‌রের ম‌হেশখালী‌তে বিপুল প‌রিমাণ আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী শ‌ফিউল আলম প্রকাশ টুইন্না‌কে গ্রেপ্তার ক‌রা হয়েছে।

বুধবার (৮ ডি‌সেম্বর) ভো‌রে কালারমারছড়া ইউনিয়‌নের পূর্ব ফ‌কির‌জোম পাহাড়ি এলাকায় অভিযান চা‌লিয়ে তাকে গ্রেপ্তার করে ম‌হেশখালী থানা পু‌লিশ। পরে তার হেফাজ‌তে থাকা ৪টি লম্বা বন্দুক, ৫টি কি‌রিচ, ৩ রাউন্ড কার্তুজ, ২ রাউন্ড রাইফেলের গু‌লিসহ বি‌ভিন্ন সরঞ্জাম উদ্ধার ক‌রা হয়।

কালারমারছড়া ইউ‌‌নিয়ন প‌রিষ‌দ চেয়ারম্যান তা‌রেক বিন ওসমান শরীফ জানান, আটক শ‌ফিউল আলম প্রকাশ টুইন্না রুহল কাদের মানিক হত্যা মামলার আসামি।

আরও পড়ুন: অক্সিজেন সিলিন্ডার ও হাই ফ্লো নাজাল ক্যানুলা পেল মহেশখালী হাসপাতাল

অভিযানে নেতৃত্ব দেওয়া ম‌হেশখালী-কুতুব‌দিয়ার দা‌য়িত্বপ্রাপ্ত সহকারী পু‌লিশ সুপার জা‌হেদুল ইসলা‌ম জানান, কালারমারছড়ার ফ‌কির‌জোম পাড়ার পাহা‌ড়ে একদল সন্ত্রাসী ডাকা‌তির প্রস্তু‌‌তি নি‌চ্ছে এমন খব‌রে অভিযান চালায় পুলিশ। এ সময় সন্ত্রাসী ও হত্যা মামলার আসামি শ‌ফিউল আলম প্রকাশ টুইন্না‌কে আটক ক‌রি।

ম‌হেশখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুল হাই জানান, আটক সন্ত্রাসীর বিরু‌দ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তু‌তি চল‌ছে। এছাড়া হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ করা হ‌বে।

শাহাবউদ্দীন/এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm