শিশু মেহেরাজের মৃত্যুর দায় কার?

রাউজানে বসতভিটার সীমানা প্রাচীরের ঝুঁকিপূর্ণ দেয়াল ধসে চাপা পড়ে মো. মেহেরাজ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২ জুলাই) বেলা সাড়ে ১২টায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাহ সুফি জান মোহাম্মদ শাহর (রহ.) বাড়িতে এ ঘটনা ঘটে।

মো. মেহেরাজ নোয়াখালী জেলার বাসিন্দা এবং পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি কলোনিতে বসবাসকারী আবদুল খালেকের ছেলে।

আরও পড়ুন : লাল মিয়ার মৃত্যুর দায় কার?

স্থানীয়রা জানান, আজ শিশু-কিশোরেরা খেলার সময় স্থানীয় রাশেদ নামে এক ব্যক্তির মালিকানাধীন জায়গার ঝুঁকিপূর্ণ সীমানা প্রাচীরের দেয়াল হঠাৎ ধসে পড়ে। এ সময় দেয়ালে চাপা পড়ে আহত হয় মেহেরাজ। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে গহিরা জেকে মেমোরিয়াল হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

মো. সাহেদ নামে নামে এক ব্যক্তি বলেন, ধসে পড়া দেয়ালটি ঝুঁকিপূর্ণ ছিল। আজ দেয়ালটি ভেঙে একজন চাপা পড়ে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

যোগাযোগ করা হলে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া আলোকিত চট্টগ্রামকে বলেন, দেয়াল ধসে শিশু মারা যাওয়ার ঘটনা কেউ জানায়নি। খোঁজ নিয়ে দেখছি।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm