কক্সবাজারের চকরিয়ায় ভিমরুলের কামড়ে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
মারা যাওয়া শিশুর নাম মোহাম্মদ হাসান। সে চকরিয়া পৌরসভার হালাকাকারা মৌলভীরচর এলাকার আলী আকবরের ছেলে ও চিরিঙ্গা এমদাদিয়া মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার ছাত্র।
আরও পড়ুন: চকরিয়ায় দিনমজুরের রহস্যজনক মৃত্যু
চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. রেজাউল করিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে চারটার দিকে মাদ্রাসা মাঠে খেলা করছিলো হাসান। এ সময় একটি ভিমরুল তাকে কামড় দেয়। সে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এসে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হাসানের মৃত্যু হয়।