পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব, দুস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে চট্টগ্রাম যন্ত্র শিল্পী সংস্থা (সিজিএস)।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকালে নগরের পুরাতন রেলস্টেশন সংলগ্ন আলোর ঠিকানার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে সাংবাদিক ঋত্বিক নয়নের সহযোগিতায় খাবার বিতরণ করা হয়।
আরও পড়ুন: ২০০ অসহায়কে খাবার দিলেন যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু
সংগঠন সভাপতি লায়ন প্রবীর কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা শিল্পকলার সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু। সহসাধারণ সম্পাদক নয়ন বিশ্বাসের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম যন্ত্র শিল্পী সংস্থার প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি অভিজিৎ চক্রবর্তী ও যুবলীগ নেতা সুমন দেবনাথ।
আলোকিত চট্টগ্রাম