৮ বছরের এক শিশুকে ফুসলিয়ে ভবনের ছাদে নিয়ে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় শিশুর মা বাদি হয়ে সদরঘাট থানায় মামলা করেন।
এদিকে অভিযুক্ত ধর্ষক আবদুল আওয়াল ভূঁইয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি ১ নম্বর গলির আবুল কাশেমের বাড়ির আবদুর রশিদ ভূইয়ার ছেলে।
আরও পড়ুন: ‘লাশ উদ্ধারের’ ৫ মাস পর জানা গেল ধর্ষণের পরই হত্যা করা হয় শিশুকে
মামলা সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট বিকেল ৪টার দিকে আবদুল আওয়াল ওই শিশুকে ফুসলিয়ে বাড়ির ছাদে নিয়ে ধর্ষণ করে। ঘরে গিয়ে ওই শিশু তার মাকে ঘটনার কথা বলে দেয়। পরে ওই শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ওসিসিতে ভর্তি করান তার মা।
আরও পড়ুন: ‘গৃহবধূকে’ ১০ মাস ধরে একের পর এক ধর্ষণ, লজ্জায় নবজাতক ফেলে পালালেন মা
এ বিষয়ে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শিশুর মা বাদি হয়ে মামলা করেন। পরে পুলিশ মামলার আসামি আবদুল আওয়াল ভূঁইয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।
সিএম/ডিসি