শিশুকে কাভার্ডভ্যানে পিষে পালিয়ে গেল ঘাতক চালক

লোহাগাড়ার চুনতি ইউনিয়নে কাভার্ডভ্যানের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) বিকাল ৪টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি শাহ শাহেব গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. সায়েম (১২)। সে উপজেলার চুনতি বাগানপাড়া এলাকার মো. কামাল উদ্দিনের ছেলে। সায়েম চুনতি চেয়ারম্যান মার্কেট হেফজখানার ছাত্র ছিল।

আরও পড়ুন : বেপরোয়া গতির ড্যাম্পার ট্রাকে শিশুসহ বাবা নিহত, মাসহ রক্তাক্ত ৩

সায়েমের মামা কামাল উদ্দিন বলেন, আমার ভাগিনা সায়েম বাইসাইকেল চালিয়ে চুনতি বাজারের দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান সাইকেলে ধাক্কা দিলে ছিটকে পড়ে মাথায় আঘাত পায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়েছে।

সাত্তার/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm