শিল্পপতি নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালন

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

এ ‍উপলক্ষে মঙ্গলবার (১৩ জুলাই) বিকাল ৪ টায় সীতাকুণ্ড প্রেস ক্লাব কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন ।

সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম ফোরকান আবুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাব সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এম হেদায়েত উল্ল্যাহ, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সীতাকুণ্ড পৌরসদর দোকান মালিক সমিতির সভাপতি মো. রেজাউল করিম বাহার ও প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন অনিক।

দৈনিক যুগান্তর পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি ফোরকান আবুর আয়োজনে এতে বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সীতাকুণ্ড প্রেস ক্লাব সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব মোহাম্মদ নজরুল ইসলাম, প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মো. খইরুল ইসলাম, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, দপ্তর সম্পাদক আবুল খায়ের, সিনিয়র সদস্য তালুকদার নির্দেশ বড়ুয়া, মো. দিদার হোসেন টুটুল ও সীতাকুণ্ড প্রেস ক্লাব সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অর্থ সম্পাদক সঞ্জয় চৌধুরী প্রমুখ।

সালাউদ্দিন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm