মাথায় লোহা পড়ে প্রাণ গেল শিপব্রেকিং ইয়ার্ড শ্রমিকের

সীতাকুণ্ডের একটি শিপব্রেকিং ইয়ার্ডে মো. মনির ( ৩৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সলিমপুর সাগর উপকূলের এনবি শিপব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে ।

নিহত মো. মনির উপজেলার সলিমপুর গ্রামের মৃত মো. মনছুর আহমেদের ছেলে।

আরও পড়ুন: খাজা শিপইয়ার্ডে লাশ—লোহার টুকরো মাথায় পড়ে শ্রমিক নিহত  

স্থানীয় সূত্রে জানা যায়, আজ এনবি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় হঠাৎ মাথায় লোহার আঘাত পান মনির। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।

যোগাযোগ করা হলে এনবি শিপব্রেকিং ইয়ার্ডের স্বত্বাধিকারী মো. তছলিম উদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, শ্রমিক মনির সকালে ইয়ার্ডে কাজ করার সময় মাথায় লোহার আঘাত পান। এ সময় তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাদিন অবস্থায় মারা যায়।

সীতাকুণ্ড থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সালাউদ্দিন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!