সীতাকুণ্ডে মাদার স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মো. আলী নামের এক স্ক্র্যাপ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেস্বর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মো. আলী কুমিরা ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মৃত জানে আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাঁশবাড়িয়া আকিলপুর সাগর উপকূলে অবস্থিত মাদার স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে জাহাজের স্ক্র্যাপ মালামাল কিনতে যান ব্যবসায়ী মো. আলী (৪৭)।
আরও পড়ুন: হঠাৎ বিস্ফোরণ—উড়ে গেল সিএনজি স্টেশন, অভিযোগের তীর কর্ণফুলী গ্যাসে
স্ক্র্যাপ মালামাল দেখার সময় হঠাৎ উপর থেকে একটি অক্সিজেন সিলিন্ডারের বোতল নিচে পড়ে বিস্ফোরিত হয়। এ সময় তিনি মারাত্মক দগ্ধ হন। পরে ইয়ার্ডের লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ আলোকিত চট্টগ্রামকে বলেন, বাঁশবাড়িয়া সাগর উপকূলে মাদার স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মো. আলী নামের এক স্ক্র্যাপ ব্যবসায়ী চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সালাউদ্দিন/আরবি