শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে রাজপথে শিক্ষার্থীরা
করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (২৪ মে) চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা প্লেকার্ড ও ফেস্টুন হাতে বিভিন্ন দাবি তুলে ধরেন।
শিক্ষার্থীরা বলেন, দেশে শিল্প প্রতিষ্ঠান, মার্কেট, দোকানপাট, হোটেল-রেস্তোরা, গণপরিবহন সবকিছুই খোলা। কিন্তু এর মধ্যেও লকডাউন চলছে। করোনা কি শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে? শিক্ষাজীবন বাঁচাতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, এভাবে আর কতদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। আমাদের বয়স বাড়ছে। আবার পড়াশুনা শেষ করতে গিয়ে চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে। আমাদেরও তো পরিবার আছে! আমাদের অভিভাবকরা তাকিয়ে আছেন আমাদের ভবিষ্যতের দিকে। ৯৫ ভাগ শিক্ষার্থী-অভিভাবক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে। কিন্তু শিক্ষামন্ত্রী বিষয়টি আমলে নিচ্ছেন না। এভাবে একটা দেশের শিক্ষাব্যবস্থা চলতে পারেনা।
মানববন্ধনে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জোর দাবি জানায় শিক্ষার্থীরা।
আলোকিত চট্টগ্রাম