চট্টগ্রাম নগরের দুনম্বর গেট চশমা হিলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবন ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর বাসভবনে হঠাৎ হামলা চালানো হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
শনিবার (৩ আগস্ট) সন্ধ্যার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে এ হামলা চালানো হয় বলে জানা গেছে। হামলার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন : নাছিরের কাছে হঠাৎ নওফেল
স্থানীয় সূত্র জানায়, নগরের দুনম্বর গেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল পৌঁছালে সেখান থেকে একটি অংশ মেয়র গলির দিকে অগ্রসর হয়। এরপর শিক্ষামন্ত্রীর চশমা হিলের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় বাসার কয়েকটি জানালার কাঁচ ভেঙে যায়। এছাড়া হামলাকারীরা গেট ভেঙে ঢুকে নিচে রাখা দুটি গাড়িও ভাঙচুর করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এর আগে নগরের টাইগারপাসে পুলিশ বক্সে ভাঙচুর এবং ওয়াসা এলাকায় স্থানীয় সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর অফিসে আগুন দেয় আন্দোলনকারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা টাইগারপাস মোড়ে পৌঁছালে মিছিলের একটি অংশ হঠাৎ পুলিশ বক্স ভাঙচুর শুরু করে। তবে ওই সময় বক্সে কোনো পুলিশ সদস্য ছিলেন না। এরপর আন্দোলনকারীরা মিছিল নিয়ে লালখানবাজার হয়ে ওয়াসার দিকে অগ্রসর হয়। একপর্যায়ে মিছিল থেকে নগরের ওয়াসা মোড় এলাকায় সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর অফিসে আগুন দেয়।
আরবি/আলোকিত চট্টগ্রাম