আনোয়ারা মো. ওসমান (২৮) নামের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের উত্তর হাইলধর মহাজনপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন : জামালখানে ছাত্রলীগ কর্মী খুনের আসামি নিলয় পুলিশের জালে
পুলিশ জানায়, গ্রেপ্তার ওসমান স্থানীয় মৃত আনোয়ারের ছেলে। তাঁর বিরুদ্ধে স্কুল শিক্ষককে মারধর, লোকজনের ওপর হামলা, হুমকিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, মো. ওসমান নামে এক ছাত্রলীগের কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মারধর, হামলা, হুমকিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
কাঞ্চন/আরবি