শাহ আমানতে বিদেশি মদ নিয়ে ধরা খেল দুই ভারতীয়

দুবাই থেকে বিদেশি মদ এনে আটক হলো দুই ভারতীয় নাগরিক। সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩ বোতল বিদেশি মদসহ তাদের আটক করে চট্টগ্রাম কাস্টম হাউস।

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা (বিমানবন্দর) ভৌমিক নন্দিতা জানান, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে এই মদের চালানটি আসে।

আরও পড়ুন: যে কারণে বাড়ছে কেরু মদের চাহিদা, এবার হবে বিয়ার কারখানাও

তিনি আরও জানান, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ১৪৮ ফ্লাইটের যাত্রী ভারতীয় নাগরিকের লাগেজ সন্দেহ হওয়ায় স্ক্যানিং করা হয়। এরপর ওই লাগেজগুলো থেকে বিদেশি মদ জব্দ করা হয়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ভৌমিক নন্দিতা।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm