শাহজালালে বসবে আরটিপিসিআর ল্যাব, তবু কাটেনি অনিশ্চয়তা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা আরটিপিসিআর ল্যাবের অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

এর ফলে বাংলাদেশের যাত্রীদের সংযুক্ত আরব আমিরাতে যাওয়ায় কোনো বাধা থাকল না। তবে ৬টি ল্যাবের মধ্যে মাত্র ১টির অনুমোদন মেলায় অনিশ্চয়তা রয়েই গেছে।

আরও পড়ুন: খবর নেই পিসিআর মেশিনের, চিন্তায় আরব আমিরাতের চট্টগ্রাম প্রবাসীরা

জানা গেছে, বুধবার (২৯ সেপ্টেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত একটি ল্যাবের অনুমোদন দিয়েছে আরব আমিরাত। কিন্তু সেখানে আছে ৬টি প্রতিষ্ঠানের ল্যাব। বাকি ৫টির অনুমোদন এখনো মেলেনি। এই অবস্থায় আরব আমিরাত ফেরত যাত্রীদের ফ্লাইট নিয়ে অনিশ্চয়তা রয়েই গেল।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান জানিয়েছেন, বাংলাদেশের যাত্রীরা সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই, আবুধাবি এবং শারজাহ যেতে পারবেন বিমানবন্দরেই পিসিআর টেস্টে করিয়ে। বাকি ৫টি ল্যাবের অনুমোদনও শিগগির মিলবে বলে তিনি জানান।

আরও পড়ুন: দুশ্চিন্তায় আমিরাত প্রবাসীরা, দুর্দশা লাঘবে সরকারের সহযোগিতা চান

এর আগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, শাহজালাল বিমানবন্দরে স্থাপিত পিসিআর ল্যাবের কার্যক্রম শুরু হবে আরব আমিরাতের অনুমোদনের পর।

এদিকে ঢাকায় ১টি ল্যাবের অনুমোদন মিললেও চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এখনো পর্যন্ত পিসিআর ল্যাব স্থাপনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে ঢাকার বাইরের যেকোনো যাত্রীকেই শাহজালাল বিমানবন্দর হয়েই যাতায়াত করতে হবে।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm