‘শাস্তি’—ক্ষমা চেয়েও পার পেলেন না সাকিব

ক্ষমা চেয়েও পার পেলেন না সাকিব আল হাসান। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শুক্রবার (১১ জুন) আবাহনীর বিরুদ্ধে ম্যাচে আম্পয়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে লাথি মেরে স্ট্যাম্প ভাঙেন তিনি।

ওইদিন সন্ধ্যায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষমা চাইলেও শনিবার (১২ জুন) প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়ন্ত্রক কমিটি সিসিডিএমের পক্ষ থেকে সাকিবকে ৪ ম্যাচ নিষিদ্ধ করা হয়।

আবাহনীর বিরুদ্ধে ম্যাচে স্ট্যাম্পে লাথি মারার পর বৃষ্টির কারণে আম্পয়ার খেলা বন্ধের ঘোষণা দিলে আবারো রেগে গিয়ে সাকিব স্ট্যাম্প উপড়ে আছড়ে মারেন। পরে আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গে বাগবিতণ্ডা হয় মোহামেডানের এ অধিনায়কের।

দুই দফা স্ট্যাম্প ভাঙার কারণে তাকে এ শাস্তি দেওয়া হয়েছে বলে জানান মোহামেডানের ক্রিকেট কমিটির প্রধান মাসুদুজ্জামান।

তবে মিডিয়ায় সাকিবকে ‘ভিলেন’ বানানো হচ্ছে দাবি করে ফেসবুকে স্ট্যাটাস দেন তার স্ত্রী সাকিব উম্মে আল হাসান (শিশির)।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!