শান্তির জনপদে সন্ত্রাস চলবে না : ফজলে করিম চৌধুরী

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, রাউজান শান্তির জনপদ। এ জনপদে ধর্মের দোহাই দিয়ে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারবে না । হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষ এখানে একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ব হয়ে সুখ-শান্তিতে বসবাস করবে। ধর্মের নামে কেউ অরাজকতা তৈরির চেষ্টা করলে তাদের কঠোরভাবে দমন করা হবে।

শনিবার (৩০ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ মাঠে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: বোতলবন্দী সেই ৭ পদ্মগোখরো ছেড়ে দেওয়া হলো বনে

উপজেলা প্রশাসনের এ আয়োজনে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নিক্সন চৌধুরীর সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী ও রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুন।

এর আগে এক বিশাল শোভাযাত্রা রাউজান উপজেলা সদর ও জলিল নগর বাস স্টেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয় ।

শফি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!