চট্টগ্রামসহ সব শহরে হাফ ভাড়া—২ বিষয়ে সচেতন থাকতে হবে শিক্ষার্থীদের

এবার চট্টগ্রামসহ দেশের সব শহরে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকরের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
রোববার (৫ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির কেন্দ্রীয় মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

১১ ডিসেম্বর থেকে সারা দেশে হাফ ভাড়ার সিদ্ধান্ত কার্যকর হবে। তবে সরকারি ছুটির দিন কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দিনে হাফ ভাড়ার নিয়ম থাকবে না। এছাড়া প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা এ সুবিধা পাবেন।

হাফ ভাড়ায় যেতে হলে
হাফ ভাড়ায় যেতে হলে শিক্ষার্থীদের দুটি বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে। শিক্ষার্থীদের ইউনিফর্ম পড়া থাকতে হবে এবং সঙ্গে রাখতে হবে পরিচয়পত্র।

আরও পড়ুন: শুধু ঢাকাতেই ‘হাফ ভাড়া’ প্রত্যাখান—দেশজুড়ে বিক্ষোভ কাল

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, শিক্ষার্থীদের ইউনিফর্ম ও পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। যেসব শহরে সিটি সার্ভিস চালু আছে, সেখানে এটি কার্যকর হবে। উপজেলা কিংবা দূরপাল্লার রুটে এ নিয়ম চলবে না।

সংবাদ সম্মেলনে সমিতির সহসভাপতি কফিল উদ্দিন আহমেদ, পরিবহন নেতা বেলায়েত হোসেন, মৃণাল চৌধুরী, মো. মুছা প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে গত মঙ্গলবার গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবি মেনে নিলেও  কয়েকটি শর্ত জুড়ে দেন পরিবহন মালিকেরা। তাঁরা বলেন, শিক্ষার্থীদের হাফ ভাড়া শুধু ঢাকা শহরের জন্য প্রযোজ্য হবে; ঢাকার বাইরে নয়। তবে আজ বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি কেন্দ্রীয় মহাসচিব চট্টগ্রামসহ সারা দেশে হাফ ভাড়া কার্যকরের ঘোষণা দেন।
আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!