শপথ নিলেন পেকুয়ার ৫ চেয়ারম্যান, স্থগিত কেন্দ্রের নির্বাচন কাল

কক্সবাজারের পেকুয়ায় তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী পাঁচজন চেয়ারম্যান শপথগ্রহণ করেছেন।

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

তাঁদের শপথবাক্য পাঠ করান কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ।

আরও পড়ুন : সার্কিট হাউসে শপথ নিলেন মিরসরাইয়ের ১৬ চেয়ারম্যান

বিজয়ী পাঁচ চেয়ারম্যান হলেন- পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের বাহাদুর শাহ, মগনামা ইউনিয়ন পরিষদের ইউনুস চৌধুরী, উজানটিয়া ইউনিয়ন পরিষদের তোফাজ্জল করিম, রাজাখালী ইউনিয়ন পরিষদের নজরুল ইসলাম এবং শিলখালী ইউনিয়ন পরিষদের কামাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শ্রাবস্তী রায়, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. রেজাউল করিম ও কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচনে পেকুয়ায় ছয় ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের একজন, বিদ্রোহী একজন ও তিনজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হন।

অপর ইউনিয়ন বারবাকিয়ার একটি কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়। আগামীকাল ৩০ ডিসেম্বর এ কেন্দ্রের ভোটগ্রহণ হবে।

পেকুয়া/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!