শনাক্ত—মৃত্যুর নতুন চূড়ায় চট্টগ্রামের করোনা

চট্টগ্রামে করোনা রোগীর মৃত্যুসংখ্যা এক হাজার ছাড়িয়েছে। অন্যদিকে নগর ও উপজেলা মিলে চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে ৮৬ হাজারের বেশি নমুনায়।

বুধবার (৪ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৩ হাজার ৬৭৯ নমুনা পরীক্ষায় ১ হাজার ২৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮৪৪ জন নগরের এবং ৪৪১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

একইসময়ে মারা গেছেন ১৬ জন করোনা রোগী। এরমধ্যে নগরের ৬ জন ও উপজেলার ১০ জন।

চট্টগ্রামে এ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১০ জন করোনা আক্রান্ত রোগীর। অন্যদিকে এখন পর্যন্ত চট্টগ্রামের মোট ৮৬ হাজার ৪২৯ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: ‘ছাড়’—১১ আগস্ট থেকে ‘বিধিনিষেধ’ থাকবে যেভাবে

বুধবার সিভিল সার্জন কার্যালয় আরও জানায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩১৯ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ১৪১ জনের।

বিআইটিআইডি ল্যাবে ৮৫৩ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ২৮৩ জনের।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪৬২ নমুনা পরীক্ষায় ১৫৪ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪৭ নমুনা পরীক্ষায় ১২৯ জন, এন্টিজেন টেস্টে ৭৮৭ নমুনা পরীক্ষায় ২২৭ জন, ইমপেরিয়াল হাসপাতালে ১৯৭ নমুনা পরীক্ষায় ৫৯ জন, শেভরনে ৫০৬ নমুনা পরীক্ষায় ১৩৯ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫২ নমুনা পরীক্ষায় ৩৩ জন, জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ১১ নমুনা পরীক্ষায় ৫ জন, মেডিকেল সেন্টারে ৩৯ নমুনা পরীক্ষায় ১৪ জন ও এপিক হেলথ কেয়ারে ১৮৭ নমুনা পরীক্ষায় ৯৯ জনের করোনা শনাক্ত হয়।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে এদিন চট্টগ্রামের ১৯টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্তদের মধ্যে লোহাগাড়ার ২০ জন, সাতকানিয়ার ১০ জন, বাঁশখালীর ২০ জন, আনোয়ারার ৮ জন, চন্দনাইশের ২ জন, পটিয়ার ৩০ জন, বোয়ালখালীর ৪২ জন, রাঙ্গুনিয়ার ৫৩ জন, রাউজানের ৭৮ জন, ফটিকছড়ির ১৫ জন, হাটহাজারীর ৮০ জন, সীতাকুণ্ডের ৫১ জন, মিরসরাইয়ের ১৪ জন ও সন্দ্বীপের বাসিন্দা রয়েছেন ১৮ জন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর

জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!