চট্টগ্রামে করোনা : শনাক্তের সাফল্য হারিয়ে গেছে মৃত্যুর আহাজারিতে

চট্টগ্রামে করোনা শনাক্তে দারুণ সাফল্য এসেছে। একদিনের ব্যবধানে শনাক্ত নেমে এসেছে অর্ধেকে! তবে শনাক্তের এ সাফল্য হারিয়ে গেছে মৃত্যুর আহাজারিতে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ২৮৪ নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হয়েছেন ২৬ জন। শনাক্তের হার ২.০৩ শতাংশ। এর আগের দিন আক্রান্ত হয়েছিলেন ৫৪ জন। তবে শনাক্তের এ সাফল্য হারিয়ে গেছে মৃত্যুর আহাজারিতে।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তিন করোনা রোগী। এর আগের দুদিন মারা গিয়েছিলেন যথাক্রমে ১ ও ২ করোনা রোগী।

আরও পড়ুন: করোনা : চট্টগ্রামে আবার বেড়েছে মৃত্যু, শনাক্তও

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, চট্টগ্রামের ১০টি ল্যাবে আক্রান্ত ২৬ তাদের মধ্যে নগরের বাসিন্দা ২২ জন। বাকি ৪ জন উপজেলার বাসিন্দা। আবার করোনায় মারা যাওয়া ৩ জনই নগরের বাসিন্দা।

Yakub Group

গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৬ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪ জন, শেভরনন হাসপাতাল ল্যাবে ৪ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১ জন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১ হাজার ৫১৬ জনের। মারা গেছেন ১ হাজার ২৮৯ জন। এর মধ্যে ৭১১ জন নগরের। বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৫৭৮ জনের।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm