সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে দেশে ছুটিতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন প্রবাসী সোহেল রানা (৩০)।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার সুফিয়ারোড় গুলিস্তান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত অবস্থায় সোহেল রানাকে উদ্ধার করে প্রথমে পৌর সদরে একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
নিহত সোহেল রানা উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দুয়ারু এলাকার আব্দুস সোবহান মিস্ত্রি বাড়ির প্রবাসী মোজাম্মেল হকের ছেলে।
নিহত সোহেলের চাচা মাহবুবুল হক বলেন, আজ থেকে ১৯ দিন আগে আমার ভাতিজা ছুটিতে দেশে আসেন। মঙ্গলবার বিকালে শখের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছেন। পথে সুফিয়া রোড় গুলিস্তান ফিলিং স্টেশন এলাকায় একটি দ্রুত গতির যাত্রীবাহী গাড়ি তাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, আমার শরীর খারাপ থাকায় আমি যাইনি। আমার ভাতিজার ৩ কন্যা সন্তান রয়েছে। বুধবার তার বাবা দুবাই থেকে আসার পর আছরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।
খৈয়াছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুর উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।