লোহাগাড়ায় রাতের অভিযানে পুলিশের জালে ৫ যুবক

লোহাগাড়ায় পুলিশের অভিযানে ৩ হাজার ৭শ ইয়াবাসহ ৫ মাদক কারবারিরে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা কারবারে ব্যবহৃত একটু মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে চুনতি ইউনিয়নের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- গাজীপুরের মো. দবির হোসেন (২৩), একই এলাকার মো. অন্তর (২১), কক্সবাজারের আব্দুর শুক্কুর (৫০), ঢাকার কবির হোসেন (২২) ও একই এলাকার মো. কোহিনুর ইসলাম (৩৫)। এ সময় মো. দবির হোসেন ও মো. অন্তর থেকে ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, শনিবার দিবাগত রাতে চুনতি ইউনিয়নের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৭শ ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় ইয়াবা কারবারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

সাত্তার/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm