লোহাগাড়ার গৃহহীন ১৯৬ পরিবার পাচ্ছে নতুন ঘর

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে তৃতীয় ধাপে লোহাগাড়ার বিভিন্ন এলাকার ১৯৬ গৃহহীন পরিবার পাচ্ছেন নতুন ঘর।

মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহহীনদের জন্য এসব ঘর তৈরি করা হচ্ছে। এখানের বাসিন্দারা গভীর নলকূপ, স্যানিটেশন , বিদ্যুৎ সংযোগসহ সবরকম সুযোগ-সুবিধা পাবেন।

রোববার (২৩ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. আহসান হাবীব জিতুর সার্বিক নির্দেশনায় উপজেলার চুনতি ইউনিয়নের চাঁন্দা এলাকায় নতুন ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা।

আরও পড়ুন: মুজিবের দেশে কেউ গৃহহীন থাকবে না

এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মু. ইব্রাহীম কবির, লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মু. মাহবুব আলম শাওন ভুঁইয়া, চুনতি ইউপির চেয়ারম্যান মু. জয়নুল আবেদীন জনু কোম্পানী, পুটিবিলা ইউপি চেয়ারম্যান মু. জাহাঙ্গীর হোসেন মানিক, উপজেলা সহকারী প্রকৌশলী মু. আকতার হোসাইন, আধুনগর ইউপির ১ নম্বর প্যানেল চেয়ারম্যান মু. জয়নাল আবেদীন ও উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শিশির স্বপন চাকমা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা জানান, মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১৯৬ গৃহহীন পরিবারকে নতুন ঘর দেওয়া হবে। ইউএনও মহোদয়ের সার্বিক নির্দেশনায় নতুন ঘরের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে।

সাত্তার/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!