লোহাগাড়া প্রেসক্লাবের আয়োজন

লোহাগাড়া প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) বিকেলে উপজেলা সদরের একটি রেস্টুরেন্টের হলরুমে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী।

আরও পড়ুন : রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিল

সংগঠনের সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. ইনামুল হাসান, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তৌফিকুল আলম, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান, লোহাগাড়া ট্রাফিক বিভাগের ইনচার্জ হাসানুজ্জামান হায়দার, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুদ, উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তাফা আমিন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, বটতলী শহর উন্নয়ন কমিটির আহ্বায়ক কাজী মাওলানা নুরুল আলম চৌধুরী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আবদুস সালাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান, সংগঠক তামিম মির্জা, জাতীয় নাগরিক কমিটি লোহাগাড়া উপজেলা প্রতিনিধি সদস্য জহির উদ্দিন ও আলোকিত বাংলাদেশ চেয়ারম্যান নুর মোহাম্মদ।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বটতলী শহর উন্নয়ন কমিটির আহ্বায়ক কাজী নুরুল আলম চৌধুরী।

এসএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm