লোহাগাড়ায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ওসমান গনি নামে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ৬ হাজার গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার রশিদেরপাড়া এলাকায় এ অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. ইনামুল হাছান।
আরও পড়ুন : ভয়াবহ সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে থামছে না মৃত্যুর মিছিল
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. ইনামুল হাছান বলেন, লোহাগাড়া সদর রশিদারপাড়ায় ঘনবসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে ওসমান গনিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে জব্দ করা হয়েছে ৬ হাজার গ্যাস সিলিন্ডার।
অভিযানে সহায়তা করে এনএসআই, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
এসএস/আরবি