লোহাগাড়ায় ২টি দেশীয় অস্ত্র ও তিন রাউন্ড গুলিসহ চন্দ্র চাকমা (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (২২ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুর্গম পাহাড়ি এলাকার সেগুন বাগানে ধাওয়া করে তাকে আটক করা হয়।
আটক চন্দ্র চাকমা পুনর্বাসন চাকমাপাড়ার সুনীল চাকমার ছেলে।
আরও পড়ুন: লোহাগাড়ায় ইয়াবা কারবারির সঙ্গে ধরা খেল ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি
পুলিশ জানায়, উপজেলার চরম্বা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুর্গম পাহাড়ি এলাকার সেগুন বাগানে দুজন দেশীয় অস্ত্র নিয়ে অবস্থানের খবরে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে ২ রাউন্ড গুলি ছুড়ে। পরে ধাওয়া করে একজনকে ১টি দেশীয় তৈরি একনলা বন্দুকসহ আটক করা হয়। তবে অপর সহযোগী তরুণ চাকমা একনলা বন্দুক রেখে কৌশলে পালিয়ে যায়।
এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মু. আতিকুর রহমান বলেন, উপজেলার চরম্বা গহীন পাহাড়ে অভিযান পরিচালনা করে একটি দেশীয় অস্ত্রসহ চন্দ্র চাকমাকে আটক করি এবং তার সহযোগী তরুণ চাকমা অস্ত্র রেখে কৌশলে পালিয়ে যায়। আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এসএস/আরবি