লেকে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, দেড় ঘণ্টা পর লাশের খোঁজ
সীতাকুণ্ডে মাছ শিকারে গিয়ে আবুল কাশেম (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬জুলাই) সকালে বাংলাদেশ মিলিটারি একাডেমি লেকে এ ঘটনা ঘটে।
এর আগে সংবাদ পেয়ে ডুবুরিরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিখোঁজের মরদেহ উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর আনুমানিক ৬টার দিকে মো. আবুল কাশেমসহ আরও তিনজন সীতাকুণ্ড ভাটিয়ারির বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) কর্তৃপক্ষের অনুমতি নিয়ে টিকেট কেটে সানসেট পয়েন্টে বড়শি নিয়ে মাছ শিকার করেন।
সকাল পৌনে ১০টার দিকে বড়শি মাছে টেনে লেকের মাঝামাঝি নিয়ে যায়। পরে তিনি বড়শি উদ্ধারে লেকে নামলে মুহূর্তেই পানিতে তলিয়ে যান । এ অবস্থায় তার সাথে থাকা তিনজন-মো. মনিরুল আলম, মো. ফিরোজ ও মো. রবিউল আলম তৎক্ষনাৎ বিষয়টি মোবাইল ফোনে বিএমএ কর্তৃপক্ষকে জানান।
বিএমএ কর্তৃপক্ষের কর্নেল নিশাদুল ইসলাম খান দ্রুত ঘটনাস্থল এসে সীতাকুণ্ড মডেল থানাকে অবগত করলে পুলিশসহ ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছান। শুরু হয় উদ্ধার অভিযান। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর বেলা সাড়ে ১১টার দিকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করেন ডুবুরি দল।
সীতাকুণ্ড মডেল থানার ওসি ( তদন্ত) সুমন বনিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লেকে বড়শি দিয়ে মাছ শিকারে ডুবে যাওয়া ব্যাক্তি মো. আবুল কাশেমের মরদেহ উদ্ধার করা হয়েছে।’
সালাউদ্দিন/আরবি