শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ জামালের জন্মদিন উপলক্ষে ৬০০ অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছেন যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুর ৩টায় নগরের ৩৭ নম্বর মুনির নগর ওয়ার্ডের মুন্সিপাড়া ফাতেমা স্কুলের মাঠে অসহায়দের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
আরও পড়ুন: ২০০ অসহায়কে খাবার দিলেন যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু
আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে কেন্দ্রীয় যুবলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করেন যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু।
যুবলীগ নেতা সালাউদ্দিন বাবরের সভাপতিত্বে ও রেজাউল করিম মামুনের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৩৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জানে আলম, সহসভাপতি মো. নাসির, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ, যুবলীগ নেতা নুরুন্নবী পারভেজ, জনি,মামুন, মিজান, এরশাদ, তারেক, তপু, লাভলু ও রিদয়।
আলোকিত চট্টগ্রাম