লোহাগাড়ার ইটভাটায় লুকিয়ে ছিল খুনের মামলার আসামি নোমান

লোহাগাড়ায় ৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. নোমানকে (২৫) অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মারামারির একাধিক মামলা রয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ইটভাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ (বুধবার) সকালে তাকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: দুযুগ পর ধরা ‘বালু কামাল’—লুকিয়ে ছিল যুবককে এসিড মেরে

গ্রেপ্তার নোমান বড়হাতিয়া ইউনিয়নের তৈয়বেরপাড়ার আব্দুল হামিদ প্রকাশ বালাই হাফেজের ছেলে ।

এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, গ্রেপ্তার নোমান দুটি হত্যা মামলা, একটি অস্ত্র মামলা ও একটি মারামারির মামলার পরোয়ানাভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

Yakub Group

ওসি আরও বলেন, আজ (বুধবার) সকালে নোমানকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!