দৌড়ে খাটের নিচে লুকিয়েও রক্ষা পেল না যুবক, মাথা—ঘাড়ে গুলি

রাঙ্গুনিয়ায় এনাম হোসেন (৩০) নামের এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে মো. কামাল নামে একজনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আজিম নগর মহিষের বাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. এনাম হোসেন একই ইউনিয়নের আহমেদ মিয়ার ছেলে। তিনি পেশায় দিনমজুর ও দুই সন্তানের জনক।

আরও পড়ুন: ইপিজেডে খুন—লুকিয়ে থেকেও রক্ষা পেল না ঘাতক দুলাভাই

স্থানীয় ইউপি সদস্য হোসেনুজ্জামান বাচ্চু আলোকিত চট্টগ্রামকে বলেন, মঙ্গলবার রাতে ৫-৬ জন দুর্বৃত্ত রামদা, চাপাতিসহ ধারালো অস্ত্র নিয়ে এনামের বাড়িতে হামলা চালায়। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে এনামকে কোপাতে থাকে। একপর্যায়ে এনাম দৌড়ে পাশের এক বাড়িতে ঢুকে খাটের নিচে আশ্রয় নিলে সেখানে গিয়ে দুর্বৃত্তরা তার মাথা ও ঘাড়ে দুটি গুলি করে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত এনামের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে গ্রামের কামাল নামের এক যুবকের সঙ্গে তার বিরোধ চলছিল।

এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ইনচার্জ (ওসি) ওবায়দুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি অভ্যন্তরীণ কোন্দল ও পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার দিন রাতে সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১টি অস্ত্র উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

ওসি আরও বলেন, ঘটনার পর থানায় হত্যা মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এমএএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm