লুকিয়ে থেকেও পার পেলেন না জামায়াত নেতা

সীতাকুণ্ডে নাশকতাসহ একাধিক পরোয়ানার আসামি উপজেলা জামায়াত ইসলামীর সাবেক আমির মোহাম্মদ আনোয়ার হোসেন সিদ্দিকী প্রকাশ লিটনকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিস্ফোরক, সন্ত্রাসবিরোধী, বিশেষ ক্ষমতা আইন এবং পেনাল কোডের বিভিন্ন ধারার ১৮টি মামলা বিচারাধীন রয়েছে।

রোববার (২৩ জুলাই) সকাল ১০ টায় বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: পালিয়ে বেড়ানো জামায়াত নেতা হেলালী ধরা পড়ল পুলিশের জালে

গ্রেপ্তার আনোয়ার হোসেন উপজেলার মধ্যম সলিমপুর এলাকার আব্দুল্লাহঘাটা বাংলাবাজার এলাকার ইউনুছ মিয়া চৌধুরী বাড়ির মৃত সিদ্দিক আহাম্মেদ চৌধুরীর ছেলে।

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচাজ (ওসি) তোফায়েল আহমেদ জানান, গোপন সংবাদের খবরে একাধিক গ্রেপ্তারি পরোয়ানার আসামি উপজেলা জামায়াত ইসলামীর সাবেক আমির মোহাম্মদ আনোয়ার হোসেন সিদ্দিকী প্রকাশ লিটনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm