লিখিত পরীক্ষা—বার কাউন্সিলের ফল প্রকাশ কাল

আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার ফল আগামীকাল শনিবার (২৯ মে) প্রকাশিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি।

এনরোলমেন্ট কমিটির অন্যতম সদস্য ও বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।

পরীক্ষার খাতার মূল্যায়ন ও পাসের হার সম্পর্কে তিনি বলেন, ‘জুডিসিয়াল কাউন্সিল খাতা দেখেছে। আমরা ওইদিন (২৯ মে) সকালে খাতা ও রেজাল্ট পাবো।’

তিনি আরো বলেন, ‘যারা পরীক্ষাকে কেন্দ্র করে হট্টগোল করেছিল তাদের মধ্যে ৪২ জনের বিরুদ্ধে ফৌজদারিসহ বিভিন্ন মামলা হয়েছে। আমরা তাদের শো’কজ করেছি। তাদের জবাব দেখবো। তাদের ফল আপাতত প্রকাশ করা হচ্ছে না।’

জানা গেছে, ২০১০ সাল পর্যন্ত বছরে দুটি করে পরীক্ষা নিতো বার কাউন্সিল। কিন্তু ২০১১ সালের পর থেকে আইনজীবীদের বারে অন্তর্ভুক্তির পরীক্ষা তিন ধাপে (নৈর্ব্যক্তিক, লিখিত ও মৌখিক) নেয়ার নিয়ম চালু হয়। সেই সঙ্গে পিছিয়ে পড়ে বছরে দুটি করে পরীক্ষা নেওয়ার কার্যক্রমও। যার ফলে ২০২১ সাল পর্যন্ত প্রায় ৭০ হাজার আইন শিক্ষার্থী জট তৈরি হয়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!