লিখিত পরীক্ষায় পার পেলেও মৌখিকে শেষ রক্ষা হলো না

চট্টগ্রাম নগরে স্বাস্থ্য সহকারী পদে মৌখিক পরীক্ষা দিতে এসে ধরা পড়েছেন জয় বিশ্বাস (২৬) নামে আরেক যুবক। এর আগে একই পদে মৌখিক পরীক্ষা দিতে এসে আটক হয়েছিলেন ৩ জন ভুয়া পরীক্ষার্থী।

শনিবার (১৮ মে) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

আটক জয় বিশ্বাস বাঁশখালীর নাপোড়া বাজারের বাসিন্দা কাঞ্চন বিশ্বাসের ছেলে।

আরও পড়ুন : চট্টগ্রামে প্রবেশপত্রের ছবি পাল্টিয়ে অন্যের পরীক্ষা দিতে এসেছিল ৩ যুবক

বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া আলোকিত চট্টগ্রামকে বলেন, স্বাস্থ্য সহকারী পদে লিখিত পরীক্ষায় প্রক্সি দেন আটক জয় বিশ্বাস। তবে আজ মৌখিক পরীক্ষা দিতে এসে ভাইবা বোর্ডে ধরা পড়েন তিনি। আটক যুবককে কোতোয়ালী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৮ মে সকালে স্বাস্থ্য সহকারী পদে মৌখিক পরীক্ষা দিতে এসে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে আটক হন ৩ ভুয়া পরীক্ষার্থী।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm