লামা মৎস্য অফিসের ৭ দিনের কর্মসূচি

‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১’ উপলক্ষে সাতদিনের কর্মসূচি পালন করবে লামা মৎস্য অধিদপ্তর।

শনিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা মৎস্য অফিস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় মৎস্য বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন লামা উপজেলা মৎস্য কর্মকর্তা মকসুদ হোসেন।

সম্মেলনে উপ সহকারী মৎস্য কর্মকর্তা বাবুল আব্দুল গফুর, লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মাছ রপ্তানি করেই ৪ হাজার ২৫০ কোটি টাকা আয় সীতাকুণ্ডে

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’_এই প্রতিপাদ্যে এবারের মৎস্য সপ্তাহের কর্মসূচির মধ্যে রয়েছে সফল মৎস্য চাষী ও উদ্যোক্তাকে পুরস্কার প্রদান। এছাড়া মাছের পোনা অবমুক্তকরণ, বাজার মনিটরিং, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ এবং উপকরণও বিতরণ করা হবে।

কর্মসূচির মধ্যে আরো রয়েছে প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময়। আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এসব কর্মসূচি।

সানি/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!