লামায় ২ হাজার পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

বান্দরবানের লামায় অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

মঙ্গলবার (৩ আগস্ট) লামা কেন্দ্রীয় পৌর বাস স্টেশনে এ সহায়তা প্রদান করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত দুই হাজার পরিবারকে জরুরি খাদ্য সহায়তা প্রদান করা হয়। এছাড়া ৯০ পরিবারকে নগদ ২৫০০ টাকা করে এবং ঢেউ টিন প্রদান করা হয়।

লামা পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার শিরীন শারমিন, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, জেলা পরিষদ সদস্য লক্ষ্মীপদ দাশ, শেখ মাহবুবুর রহমান, ফাতেমা পারুল, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা রশিদ এবং উপজেলার ৭ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রমুখ।

সানি/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!